বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেছেন গণতন্ত্র রক্ষা এবং সত্য কথা বলার জন্যই সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে নির্যাতন করা হচ্ছে ।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কমল একাডেমি আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন ।
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘শফিক রেহমান সাহেবের ৮৩/৮৪ বছর বয়স। তাঁকে আজকে কীভাবে নির্যাতন করা হচ্ছে। তাঁর অপরাধ কী? অপরাধ হচ্ছে আর কোনো কিছু নয়, তিনি গণতান্ত্রিক মানুষ , তিনি সত্য ভাষণ দিতেন এবং তিনি সত্য লিখতেন। আজকে এমন দুঃশাসন দেশে চলছে। কথা বলার কোনো সুযোগ নেই। গ্রেপ্তারি পরোয়ানা, গ্রেপ্তার, মামলা হামলা চলছেই।’
নোমান আরও বলেন, বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঘটনাই বলে দেয় আওয়ামী লীগ কতটা জনবিচ্ছিন্ন। গুম, খুন, হামলা-মামলার ঘটনায় দেশের সবখানে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে বলেও মনে করেন তিনি।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা ।