মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নে নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
তার নাম মো. হানিফ (৩০) ।তিনি এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
সোমবার রাত ৯টার দিকে লস্করদি গ্রামে এ ঘটনা ঘটে।
ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে আগামী ২৮ মে ওই ইউনিয়নে ভোট হওয়ার কথা।গজারিয়া থানার ওসি হেদায়েতুল ইসলাম বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম মিটুর নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা গুলি চালালে হানিফসহ বেশ কয়েকজন আহত হন। হানিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
হানিফ পেশায় রং মিস্ত্রী। তিনি কোনো প্রার্থীর সমর্থক বা রাজনৈতিক দলের কর্মী নন বলে জানা গেছে।
হামলার সময় বিদ্যুৎ ছিল না। ঘটনার তদন্ত চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি হেদায়েতুল ইসলাম।
পোস্টটি যতজন পড়েছেন : 181