১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

খোকার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার রায় আজ

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।

ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে এ রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে ৪ অক্টোবর মামলাটিতে যুক্তিতর্কের শুনানির পর রায় ঘোষণার এ দিন ধার্য করেছিলেন আদালত।

২০০৭ সালের ৬ ডিসেম্বর সাদেক হোসেন খোকা দুই কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল করেন দুর্নীতি দমন কমিশনে (দুদক)। দুদক সম্পদের তদন্তের পর নয় কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও নয় কোটি ৬৪ লাখ তিন হাজার ৬০৯ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ২ এপ্রিল রমনা থানায় এ মামলা করে।

২০০৮ সালের ১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে সাদেক হোসেন খোকা হাইকোর্টে এ মামলা বাতিলের আবেদন করায় দীর্ঘদিন নিম্ন আদালতের বিচার কার্যক্রম স্থগিত ছিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ