
উপকরণঃ
- কাঁচা পেঁপে সেদ্ধ করে বাটা ১ কাপ,
- ছানা ১ কাপ,
- মাওয়া ১ কাপ,
- কাজু বাদাম পরিমানমত
- চিনি ২ কাপ,
- ঘি ২ টেবিল চামচ,
- গোলাপজল প্রয়োজনমতো,
- পচন্দের ফুড কালার প্রয়োজনমতো,
- কিসমিস সাজানোর জন্য।[ad id=”28167″]
প্রণালীঃ
- পাত্রে (প্যান) পেঁপে, ছানা, মাওয়া, কাজু বাদাম, চিনি ও ঘি দিয়ে সঙ্গে ফুড কালার দিয়ে কম আঁচে ভুনতে হবে।
- প্যানের গা ছেড়ে এলে নামান।
- নামানোর আগে গোলাপজল ছড়িয়ে দিতে হবে।
- ছাঁচে দিয়ে সন্দেশের তোপ ও কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
মজার মজার রেসিপি, টিপস ও স্বাস্হ্য বিষয়ক পোস্ট রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেইজে ধন্যবাদ।
পোস্টটি যতজন পড়েছেন : ১৩০