[english_date]

খুব সহজেই তৈরী করুন রাবড়ি

খুব সহজেই তৈরী করুন রাবড়ি

উপকরণ –

  • দুধ-দেড় লিটার
  • নারকেল-হাফ কাপ (কোঁড়ানো)
  • এলাচ গুঁড়ো-হাফ চামচ
  • কাঠবাদাম -২ চামচ (কুচি)
  • জাফরান-দেড় চামচ
  • চিনি-পরিমানমতো

পদ্ধতি –

  • চুলা জ্বালিয়ে তাতে একটি পাত্র বসিয়ে দিন।
  • এবার তাতে দুধ ঢেলে তা জ্বাল দিতে থাকুন।
  • ১০-১৫ মিনিট ধরে মাঝারি আঁচে দুধ ফোটান।
  • ফোটানোর সময় ক্রমাগত চামচ দিয়ে নাড়তে থাকুন, যাতে লেগে না যায়।
  • দুধ কমে এলে এবার তাতে কোঁড়ানো নারকেল, কাঠবাদাম কুচি, জাফরান ও সামান্য এলাচ গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন।
  • এবার চিনি দিন।
  • চিনি মেশানোর জন্য ভালো করে নাড়তে থাকুন।
  • দেখবেন কিছুক্ষণ পর দুধ ঘন হয়ে এসছে।
  • গ্যাস বন্ধ করে রাবড়ি ঠান্ডা হতে দিন।
  • ঘন্টাখানেক পর ঠান্ডা হয়ে এলে আমন্ড কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪/উর্মি/৪৪/১জানুয়ারি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ