রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২২ বছর।
বৃহস্পতিবার (১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক এমদাদুল হক জানান, বিমানবন্দরগামী কোন একটি ট্রেনের ধাক্কায় আহত অবস্থায় খিলক্ষেত রেলক্রসিংয়ের উত্তর পাশে রেললাইনের ওপর পড়ে ছিল ওই যু্বক। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এমদাদুল হক আরও জানান, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। পরনে ছিল নীল রঙের লুঙ্গি ও ছাপার হাফ হাতা শার্ট। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
পোস্টটি যতজন পড়েছেন : 157