স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দুষ্টুগ্রহ। এই দুষ্টুগ্রহের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের অগ্রযাত্রা পদে পদে বিঘ্নিত হবে, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে।’
শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় তিনি এসব কথা বলেন। ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পাকিস্তানের হস্তক্ষেপের প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের মানববন্ধন সফল করতে যুবলীগ এই যৌথসভার আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অপার সম্ভাবনায় ঈর্ষান্বিত হয়ে পাকিস্তান ও তাদের এ দেশীয় এজেন্ট বিএনপি-জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তরের মুক্তিযুদ্ধের রণাঙ্গনে আমরা পাকিস্তানকে পরাজিত করেছিলাম, ইনশাআল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে পাকিস্তান ও তাদের এ দেশীয় এজেন্টদের বাংলাদেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’
এক-এগারোর পটভূমি তুলে ধরে নাসিম বলেন, ‘এক-এগারোর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দী ছিলেন। ওই সময়ের কথা স্মরণ করে বলতে চাই। একজন সাংবাদিক, অত্যন্ত প্রখ্যাত সাংবাদিক মাহফুজ আনাম সাহেব সে দিন স্বীকার করেছেন যে, তিনি ভুল করেছিলেন। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা নিউজ করেছিলেন। যা ক্ষতি হওয়ার এখন হয়ে গিয়েছে। সেই মিথ্যা নিউজের ভিত্তিতে সেদিন শেখ হাসিনাকে গ্রেফতারের পটভূমি তৈরি করা হয়েছিল। আজকে কয়েক বছর পরে তিনি নিজের ভুল স্বীকার করলেন।’