বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের ভাবমূর্তি নষ্ট করতে গুপ্তহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তিনি এখন বিদেশে বসে গুপ্ত হত্যা শুরু করেছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাদের গুপ্ত হত্যার শিকার হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মী, লেখক, প্রকাশক ও বিদেশিরা।’
এসব ঘটনায় ছাত্রশিবির ও ছাত্রদল জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তদন্ত করে খুনিদের ধরলেই দেখা যাচ্ছে এরা ছাত্রজীবনে শিবির ও অথবা ছাত্রদল করত।’
জেলহত্যা দিবস উপলক্ষে সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুর ১টা থেকে নেতাকর্মীরা দলে দলে উদ্যানে উপস্থিত হতে শুরু করেন। এতে প্রধান অতিথি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল সোয়া ৩টায় জনসভায় উপস্থিত হন।
জনসভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।