[english_date]

খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে তিনশ’ মিলিয়ন ডলার সংক্রান্ত ‘মিথ্যা’ বক্তব্য দিয়ে মানহানি করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

রবিবার সকালে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে এ মামলা করেন। মামলার বাদী এ বি সিদ্দিকী নিজেই বিষয়টি জানিয়েছেন।

গত ১ মে শ্রমিক দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে  জনসভায় বক্তব্য দেয়ার সময় জয়ের অ্যাকাউন্টে তিনশ মিলিয়ন ডলার রয়েছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। এ ঘটনায় জয়ের মানহানি হয়েছে অভিযোগ করে মামলাটি দায়ের করা হয়। সকাল ১১টা নাগাদ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ