২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

“খালেদা জিয়ার দেশবিরোধী ষড়যন্ত্রের জবাব দিতেই আগামী ১৫ ফেব্রুয়ারি কর্মসূচি”

‘খালেদা জিয়ার দেশবিরোধী ষড়যন্ত্রের জবাব দিতেই আগামী ১৫ ফেব্রুয়ারি গাবতলি থেকে যাত্রাবাড়ি পর্যন্ত ১৪ কিলোমিটার মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশবিরোধী পাকিস্তানের ষড়যন্ত্র রুখে দেয়ার এখনই সময়।’

বৃহষ্পতিবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সাথে বৈঠক কালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন। কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়।

মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে পাকিস্তানের কটুক্তিপূর্ণ বক্তব্য ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে অবৈধ হস্তক্ষেপ এবং মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ী থেকে সায়দাবাদ পর্যন্ত আগামী ১৫ ফেব্রুয়ারি সোমবার বিকাল চারটায় ঢাকা মহানগরীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আগামী ১৫ ফেব্রুয়ারির মানববন্ধনে সর্বস্তরের মানুষকে শরীক হবার আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এটি বাঙালির কর্মসূচি। এটি একটি বিশেষ কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়। পরিবার-স্বজনদের সঙ্গে এনে মানববন্ধন সফল করুন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ