১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা জিয়াকে আদালতে আত্নসমর্পনের নির্দেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাইকো মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে৷ রায়ে বলা হয়েছে, বিচারিক আদালতের রায় প্রাপ্তির দুই মাসের মধ্যে খালেদা জিয়াকে সেখানে আত্নসমর্পণ করতে হবে৷ তিনি আত্নসমর্পণ করলে তার জামিন আবেদন বিবেচনা করতে বিচারিক আদালতকে নির্দেশ দেয়া হয়েছে৷ প্রকাশিত এ রায় গত ৫ নভেম্বর বিচারিক আদালতে পৌছেছে৷ সেই হিসেবে আগামী ৫ জানুয়ারির মধ্যে খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে৷

গত ১৮ আগষ্ট বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ বিএনপি চেয়ারপারসনের মামলা বাতিলের আবেদন খারিজ করে দেন। ঘোষণার প্রায় চার মাস পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ পেল। রায়ের নির্দেশনার বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশে ফিরলে আত্মসমর্পণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারপারসন।

উল্লেখ্য, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম ২০০৭ সালের ৯ ডিসেম্বর নগরীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ