[english_date]

‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে কিছু করার চেষ্টা হলে নেতাকর্মীরা বসে থাকবে না’

জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘বর্তমান সরকার অবৈধ ও অনির্বাচিত। তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। এরা মুখোশধারী গণতন্ত্রমনা। এদের কোনো জনসমর্থন নেই। কাজেই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ভারতের বিজেপির মতো জয় পাবে বিএনপি, আর কংগ্রেসের মতো অবস্থা হবে আওয়ামী লীগের।’

হান্নান শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মিথ্যা’ মামলায় অন্যায়ভাবে কিছু করার চেষ্টা হলে নেতাকর্মীরা বসে থাকবে না ।

শুক্রবার (২০ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘বিপন্ন স্বাধীনতা, উপেক্ষিত আইনের শাসন’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

হান্নান শাহ বলেন, ‘বিএনপির দিকে কামান দাগার চেষ্টা করবেন না। নিজেদের ঘর সামলান। সামনে আপনাদের একটা কাউন্সিল আসছে। সেই কাউন্সিলে কী হবে না হবে, রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমরা অনেকেই তা বুঝতে পারি। আপনারা আগে থেকেই সব ঠিকঠাক করে নিচ্ছেন। কারণ, আপনাদের অতীতের একটি স্লোগান ছিল, এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এখন আপনারা আবার শুরু করেছেন, এক নেতার এক দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।’

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) বরখাস্ত মেয়র অধ্যাপক এম এ মান্নানের মুক্তির দাবিতে ‘গাজীপুর মহানগরের সচেতন নাগরিক ফোরাম’ এ সভার আয়োজন করে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক আরিফ হোসেন হাওলাদারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে, একাংশ) মহাসচিব এম আব্দুল্লাহ, গাজীপুর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, ছাত্রদলের বর্তমান যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক নেতা মনির হোসেন, মেহেদী হাসান এনিস, আনু মো. শামীম  প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ