৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা জিয়া-তারেক রহমানের ছবি পোস্ট করে ডিলিট

ভূতের মুখে রাম নাম- অরুণাকে নেটিজেনদের কটাক্ষ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কর্মকাণ্ডের কথা সবারই মনে আছে। এ গ্রুপের মাধ্যমে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত একদল অভিনয়শিল্পী গোপনে ছক কষছিলেন কীভাবে ছাত্রদের আন্দোলন দমানো যায়। যেখানে অন্যতম সদস্য ছিলেন অরুণা বিশ্বাস।
শিক্ষার্থীদের ওপরে ‘গরম জল’ ঢেলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন এ অভিনেত্রী। ৫ আগস্ট সরকার পতনের পরপরই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। এরপর ‘আলো আসবেই’ গ্রুপে তার কথাচিত্র ফাঁস হয় স্যোশাল মিডিয়ায়। এতে চরম সমালোচনার মুখে পড়েনে এ অভিনেত্রী। নেটিজেনদের ভাষ্য ‘ভূতের মুখে রাম নাম।’
সেই ঘটনার কয়েক মাসের ব্যবধানে আবারও ফেসবুকে বিতর্কের মুখে পড়লেন অরুণা বিশ্বাস। সম্প্রতি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তাকে হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ড. জোবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা।
দীর্ঘ সাড়ে ৭ বছর পর ছেলেকে কাছে পেয়েই জড়িয়ে ধরে আদর করেন হুইলচেয়ারে থাকা খালেদা জিয়া। সেই দৃশ্য ধারণকৃত ছবি অনেকেই মা–ছেলের এই দীর্ঘপ্রতিক্ষীত মিলন নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন। যাদের দলে দেখা গেলো সেই ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য হিসেবে সমালোচিত অভিনেত্রী অরুণা বিশ্বাসকেও।
বুধবার রাত ১০টায় খালেদা জিয়া ও তারেক রহমানের সেই দৃশ্যের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি।
সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘মা আর সন্তান, এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য। মা।’ সঙ্গে আদরের ইমোজি জুড়ে দেন অভিনেত্রী।
এদিকে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ফেসবুকে পোস্ট করতেই তোপের মুখে পড়েন আওয়ামী লীগ সমর্থিত এই অভিনয়শিল্পী।
নেটিজেনরা নানা মন্তব্যে কড়া সমালোচনায় মেতে ওঠেন অরুণার। অনেকেই বিগত সরকারের সঙ্গে তার সখ্যতা ও ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, ক্ষোভ প্রকাশ করেন।
পরবর্তীতে বিষয়গুলো টের পেয়ে ছবিটি ফেসবুক থেকে ডিলিটও করে দিয়েছেন অরুণা বিশ্বাস।

‘আলো আসবেই’ গ্রুপে ছিলেন—সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, হৃদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক অলীকসহ অনেকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ