৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা, যা জানালেন ব্যক্তিগত চিকিৎসক

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এসবের রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মো. আল মামুন।

গতকাল শুক্রবার লন্ডনে খালেদা জিয়ার সফরসঙ্গী হওয়া এই চিকিৎসক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এদিকে খালেদা জিয়া ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। সেখানেই চলছে তার চিকিৎসা। আপাতত তিনি তারেক রহমানের বাসাতেই থাকবেন। চিকিৎসার চূড়ান্ত ফলোআপ শেষ না করে তিনি দেশে ফিরবেন না।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, সাবেক এই প্রধানমন্ত্রী এখন অনেকটাই সুস্থ। ছেলে, দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে খালেদা জিয়া আনন্দে সময় পার করছেন। বেশ খোশমেজাজে আছেন তিনি। মানসিক অবস্থাও ভালো।

খালেদা জিয়ার চিকিৎসক জানান, তার কিডনিতে যে সমস্যা ছিল সেটা অনেকটা উন্নতি হয়েছে। অন্য জটিলতাও কমছে। তবে স্বাস্থ্যঝুঁকির কারণে লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি খালেদা জিয়া কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছানোর পর লন্ডন ক্লিনিকে ভর্তি হন। হাসপাতালটির লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। প্রায় ১৭ দিন হাসপাতালে কাটানোর পর গত ২৪ জানুয়ারি রাতে খালেদা জিয়া ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ