৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

“বিদেশি হত্যায় খালেদার সফরের যোগসূত্র খতিয়ে দেখতে হবে”

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিদেশি নাগরিক হত্যার সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন সফরের কোন যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখতে হবে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণআজাদী লীগের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মোহম্মদ নাসিম বলেন, এর আগে খালেদা জিয়া যতবার বিদেশ সফরে গিয়েছেন, ততবার দেশে কোন না কোন ঘটনা ঘটেছে। দেশের বড় কোন অর্জন হলেই তারা সেটাকে নিয়ে ষড়যন্ত্র করে।
তিনি বলেন, জামায়াতের অবস্থান স্পষ্ট। তারা স্বাধীনতার সময়ে দেশের বিরোধিতা করেছে এখনও একই অবস্থানে আছে। কিন্তু বিএনপি তাদের অবস্থান কখনো স্পষ্ট করেনি। তারা একদিকে মুক্তিযুদ্ধের কথা বলে অন্যদিকে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে রাজনীতি করে। তাদের এই ডাবলস্ট্যান্ড অবস্থানের কারণেই তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
তিনি বলেন, যত চক্রান্ত করা হোক কোন লাভ হবে না। দেশের বিরুদ্ধে যত অপচেষ্টা করাই হোকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। দেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।
সংগঠনের সাধারণ সম্পাদক এস কে সিকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সাংগঠনিক সম্পাদক এ এস এ বারী প্রমুখ।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ