খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের ভোট গণনা শেষ। সর্বশেষ তথ্য মতে, মোট ১৭ টি কেন্দ্রে মোবাইল প্রতিক নিয়ে ৯৫৪২ ভোট পেয়ে এগিয়ে আছে সতন্ত্র প্রার্থী রফিকুল আলম। নিকটতম প্রতিদন্ধী শানে আলম নৌকা প্রতিক নিয়ে ৫৩৮৭ ভোট পেয়েছে। এবং এড. মালেক মিন্টু ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছে ৩১৩০ ভোট।
পোস্টটি যতজন পড়েছেন : 135























