ইউসুপ পাটোয়ারি (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি),
আর্থনিউজ২৪: খাগড়াছড়ি জেলার রামগড়ের খাগড়াবিল বাজারে আগুন লেগেছে। বাজারের পূর্ব পার্শে জয়নাল সওদাগর এর দোকান হতে উত্তর দিকে বসর সওদাগর এর দোকান পর্যন্ত অন্তত ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে।
চা দোকানদার মহিন এর জ্বালানো অবস্তায় রেখে যাওয়া চুল্লি থেকে আগুন এর সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।
এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
পোস্টটি যতজন পড়েছেন : 412