[english_date]

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১৯

দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে

ইউসুফ পাটোয়ারি, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ি’র গুইমারা উপজেলার বাইল্লাছড়ি এলাকায় দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ১৯ জন আহত হয়েছে। নিহত দু‘জন হলেন বাস ড্রাইভার সিরাজুল ইসলাম (২৮) ও হেলপার কবির হোসেন (২৬)। বুধবার দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ২জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা চলছে।

দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে (2)পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে (১টায়) ফেনী থেকে আসা খাগড়াছড়ি গামী হিলকিং পারিবহনের (ফেনী-জ ১১-০০১৬) একটি যাত্রীবাহি বাস বাইল্যাছড়ি এলাকা অতিক্রম করার সময় চট্টগ্রামগামী শান্তি পরিবহনের (চট্টমেট্রো-ব-১১-০২৬৩) যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় দুটি বাসের অন্তত ১৯জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নিয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম, গুইমারা রিজিয়নের ক্যাপ্টেন আকবর ও সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কল) কাজী মোঃ হুমায়ুন রশীদ এর নেতৃত্বে সেনাবাহীনি ও পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থায় ফেনীর বাসের চালক ও হেলপারসহ ১১জনকে খাগড়াছড়ি হাসপাতালে আনা হলে কর্তৃব্যরত চিকিৎসকরা চালক ও হেলপারকে মৃত ঘোষনা করেন। নিহত দুজনেরই বাড়ি মাটিরাঙ্গা উপজেলা তাইন্দং এলাকায় বলে জানা গেছে। এছাড়াও আহত আরো ৮জনকে মাটিরাঙ্গা হাসপাতালে ভর্তির পর দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

দুর্ঘটনার পরপরই খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় দুই দিকে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধারাভিযান চালিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে (3)

এদিকে সড়ক দুর্ঘটনার পরপরই গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামরুজ্জামান মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: জিল¬ুর রহমান ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপরপরই তারা আহতদের দেখতে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান এবং আহতদের চিকিৎসার খোজ-খবর নেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ