৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস ২০১৫ পালিত

ইয়উসুপ পাটোয়ারি (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি),

আর্থনিউজ২৪: জেগেছে যুব, জেগেছে দেশ-লক্ষ্য ২০৪১ এ উন্নত বাংলাদেশ এ শ্লোগানে সারাদেশের মত খাগড়াছড়িতেও  জাতীয় যুব দিবস ২০১৫ পালিত হয়েছে। রবিবার খাগড়াছড়ি টাউন হল চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসুচীর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিণ শেষে স্থানীয় যুবকমপ্লেক্সে এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ চেয়ারম্যা কংজুরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম কাওছার, যুব উন্নয়ন কর্মকর্তা একেএম শাহরিয়ার রেজা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বলেন, প্রেশিক্ষণ লব্দ জ্ঞান ও ঋনের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্যে পরিবর্তনের পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখার আহবান জানান। পরে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে ৪ লক্ষ ৯৫ হাজার টাকার ঋনের চেক, জেলা পরিষদের পক্ষ থেকে ১০জনকে সেলাই মেশিন, একটি যুব সংগঠনকে ২৫ হাজার টাকা যুব অনুদান বিতরণ করে। এছাড়া যুব দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও সনদপত্র বিতরণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ