২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে অভিযাত্রা’র ক্যাম্পেইন অনুষ্ঠিত

পার্বত্য জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়িঃ মিলিনিয়াম গোল্ড এমডিজি বাস্তবায়ন, ক্ষুধা ও দারিদ্র্য দুরিকরণে জেলার ৮টি উপজেলায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে খাগড়াছড়িতে অভিযাত্রা নামে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি টাউন হলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি-সিএইচটিডিএফ এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার, সিভিল সার্জন ডা: নিশিত নন্দি চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার রইচ উদ্দিন বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলায় এমডিজি বাস্তায়ন ,ক্ষুধা ও দারিদ্র্য দুরিকরণে প্রায় পৌনে ৫ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রচার অভিযানের অংশ হিসেবে পরে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করে।

আর্থনিউজ২৪/ইউসুপ পাঠোয়ারি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ