৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

“ক্ষমতায় টিকে থাকতে, বেগম জিয়ার বক্তব্যর বিকৃত উপস্থাপন”

মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে আওয়ামী লীগ বিকৃতভাবে উপস্থাপন করছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশি ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালায়েন্স আয়োজিত সেমিনারে মির্জা ফখরুল ইসলাম এই মন্তব্য করেন।

সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি (খালেদা জিয়া) একটি বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যটি প্রাসঙ্গিকভাবেই অত্যন্ত সঠিক একটি বক্তব্য। তাঁকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য আওয়ামী লীগ এটাকে বিভিন্নভাবে বিকৃত করে প্রচার করছে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে বলা হচ্ছে পাকিস্তানের সহযোগী। ৬৫ বছরের রাজনৈতিক দল, কতটুকু রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যেতে পারে যে তাদের এ ধরনের মিথ্যা কথা বলে, নির্যাতন করে, বিরোধী দলকে কারাগারে নিক্ষেপ করে তাদের ক্ষমতায় টিকে থাকতে হয়।’

মির্জা ফখরুল বলেন, ‘আন্তর্জাতিকভাবেও বর্তমান সরকারকে কর্তৃত্ববাদী সরকার হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।’

ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন,  ‘অবিলম্বে বিরোধী দলের সঙ্গে কথা বলে, সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে একটি রাস্তা বের করতে হবে যে রাস্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার একটি পদ্ধতি আমরা বের করতে পারব।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ