কোনও আক্রমণাত্মক কথা নয়, শুধুমাত্র ভালো ক্রিকেট খেলার দিকে মন দিতে বললেন সানি গাভাসকর৷ গল টেস্টে জেতা ম্যাচ হেরে যাওয়াতে টিম ইন্ডিয়ার উপর বিরক্ত কিংবদন্তি ক্রিকেটারটি ৷ তাই কথা বন্ধ করে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ক্রিকেটে মন দিতে বললেন সানি৷
গাভাসকর বলেন, ‘আমার মতে আমাদের কথা বন্ধ করে শুধুমাত্র খেলায় মন দেওয়া উচিত ৷ আমাদের অন্যদের নিয়ে বিচার করা উচিত নয় ৷ দলের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে ৷ দলের জন্য নিজেদের উজাড় করে দিতে হবে ৷আমার মতে শুধুমাত্র ক্রিকেটেই মন দিতে এখন ৷’ একইসঙ্গে গাভাসকর বলেছেন, ‘ প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার পরে জয় আশা করা গিয়েছিল ৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে হুড়মুড় করে ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং লাইন আপ ৷ নিশ্চিয় জয় হাতছাড়া করল ভারতীয় দল৷’