ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর ঘুষিতে বন্ধু নিহত হয়েছে। শনিবার মধ্যরাতে হবিগঞ্জের উপজেলা নবীগঞ্জের পল্লী রাইপুরে ক্রিকেট খেলার দিনক্ষন নিয়ে সৃষ্ট বাক-বিতন্ডার জের ধরে এই ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসীরা জানায়, ওই গ্রামের বাসিন্দা স্বপন মিয়া ও সোহান (১৬) ছিল ঘনিষ্ট বন্ধু। তারা উভয়ই স্থানীয় মাঠে আজ রবিবার ক্রিকেট খেলার আয়োজন করে। কিন্তু সোহান অকৎসাৎ তার ব্যক্তিগত সমস্যা দেখিয়ে পরদিন সোমবার এই খেলার আয়োজন করার জন্য স্বপনের নিকট অনুরোধ জানান। তবে স্বপন তা প্রত্যাখ্যান করলে তা নিয়ে দুই বন্ধুর মাঝে শুরু হয় বাক বিতন্ডা। এরই জের ধরে ওই দিন রাত সোয়া ১১ টার দিকে সোহানের পেটে স্বপন ঘুষি মারলে সে তাৎক্ষনিক মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে আশংকাজনক অবস্থায় সোহানকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
নিহত কিশোর সংশ্লিস্ট গ্রামের তজমুল আলীর পুত্র। রবিবার সকালে এই কিশোরের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করেছে পুলিশ।
এদিকে পুলিশ বলছে, এই ঘটনায় এখনও তারা কোন লিখিত অভিযোগ পায়নি। এছাড়া ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে বুঝা যাবে সোহানের মৃত্যুর প্রকৃত কারন। সোহানের মৃত্যুতে তার পরিবার ও সহপাঠিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।