তেলুগু নির্মাতা শশী কুমার নির্মাণ করছেন নৃত্যনির্ভর চলচ্চিত্র ‘আকাশম দাতি ভাস্তভা’। যেখানে অভিনয় করবেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী, নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মা। এই ছবিতে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ধনশ্রী পেশায় একজন চিকিৎসক। কিন্তু ছোটবেলা থেকেই নৃত্য নিয়ে স্বপ্ন তাঁর। ইতিমধ্যে সেই স্বপ্ন পূরণ করে নৃত্যশিল্পীর পরিচিতি গড়ে তুলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়।
অন্যদিকে, করোনা মহামারির সময়ে নাচ শিখতে চেয়েছিলেন চাহাল। সেই সূত্রেই ধনশ্রীর সঙ্গে তাঁর পরিচয়। তারপর প্রেম থেকে পরিণয়।
অবশেষে তেলুগু ছবির মাধ্যমে রূপালি পর্দায় পা রাখতে চলেছেন সেই ধনশ্রী। যেহেতু গল্পটি নাচের ওপর, আর চাহাল-পত্নীও খুব ভালো নাচ করেন। তাই এই সিনেমায় তাঁর প্রতিভা বিকশিত হবে পূর্ণমাত্রায়, এমনটাই ধারণা করছেন ভক্তরা।
ধনশ্রী মূলত তাঁর নাচের দক্ষতা ও দুর্দান্ত অভিনয়ের জন্যই এই সিনেমায় নির্বাচিত হয়েছেন। প্রধান চরিত্রে অভিনয় করছেন বিখ্যাত কোরিওগ্রাফার যশ। এ ছাড়াও রয়েছেন মালয়ালাম অভিনেত্রী কার্তিকা মুরালিধরন, যিনি ‘সিআইএ’র মতো ছবি দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন।
প্রসঙ্গত, যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিয়ের পর থেকেই মাঝেমধ্যে খবরের শিরোনামে উঠে আসেন ধনশ্রী। কখনো তা ড্যান্স ভিডিও, কখনো-বা গসিপের কারণে। যেমন, একসময় একটি পার্টিতে শ্রেয়াস আইয়ার ও তাঁকে একসঙ্গে দেখা গিয়েছিল, এরপরই চাহালের ঘর ভাঙছে—এমন একটা গুঞ্জন চাউর হয়।