১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্রিকেটারদের ফিটনেস টেস্ট শুরু

আর মাত্র কয়েক দিন পর বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপ ঘিরে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট শুরু হচ্ছে। প্রথমবারের মতো অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়ানো ছাড়াও ১৬০০ মিটার রানিং টেস্টের পাশাপাশি দিতে হচ্ছে ভিন্নধর্মী পরীক্ষা।

শনিবার (২০ এপ্রিল) ভোর ৬টায় শুরু হওয়া এই কার্যকম শেষ হবে মিরপুরে জিম সেশন দিয়ে। পুরো প্রক্রিয়াটি তদারকি করছেন বিসিবির ট্রেইনার নাথান কেইলি।

ক্রিকেটারদের এই ফিটনেস টেস্ট পর্যবেক্ষণের জন্য ট্রেইনার ছাড়াও বিসিবির অনেকেই উপস্থিত রয়েছেন। দীর্ঘদিন পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটাররা ফিরেছেন। সকাল ৬টায় ক্রিকেটাররা মাঠে উপস্থিত হন, ওয়ার্মআপ করেন। সকাল ১০টা পর্যন্ত ক্রিকেটাররা বঙ্গবন্ধু স্টেডিয়ামে থাকবেন।

 

এর পর ক্রিকেটাররা চলে যাবেন মিরপুর স্টেডিয়ামে। সেখানে জিম সেশনে অংশ নেবেন  তারা। বিশ্বকাপ পরিকল্পনায় থাকা ৩৫ ক্রিকেটার এদিন মাঠে এসেছেন। ক্রিকেট খেলায় ফিটনেস গুরুত্বপূর্ণ ইস্যু হওয়ায় বিসিবি এবার ফিটনেসের ওপর আগের চেয়ে বেশি জোর দিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ