[english_date]

ক্যামেরার সামনে জড়িয়ে ধরায় রেগে যান দীপিকা

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে রণভীর সিং এবং দীপিকা পাড়ুকোন অন্যতম। এই জুটি তাদের প্রথম সিনেমা ‘গোলিয়ন কি রাসলীলা: রাম লীলা’র শুটিং করার সময় ডেটিং শুরু করেছিলেন।

তার কয়েক বছর পর ২০১৮ সালে গাঁটছড়া বাধেন।

তখন থেকেই ভক্তদের প্রিয় দম্পতি হয়ে উঠেন তারা।

সম্প্রতি একটি ইভেন্টে রণভীর পুরনো এক ঘটনা প্রকাশ করলেন। তিনি জানান, ওই সময় দীপিকাকে ক্যামেরার সামনে জড়িয়ে ধরায় রেগে গিয়েছিলেন তিনি।

রণভীর বলেন, ‘এটি ২০১৫ সালের ঘটনা। যখন আমরা একসঙ্গে ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার প্রচারণা করছিলাম। তখন আমি প্রথমবারের মতো দীপিকাকে ক্যামেরার সামনে জোরে জড়িয়ে ধরেছিলাম। দীপিকার প্রথম কথা ছিল, ‘তুমি ক্যামেরার সামনে আমাকে এভাবে জড়িয়ে ধরবা নাকি!’ খুব রেগে গিয়েছিল সে।’

‘গালি বয়’ অভিনেতা আরও বলেন, তার জীবনে সেরা প্রাপ্তি দীপিকা। তার সম্পর্কের বিস্ময়কর দিকটি হলো দীপিকা তাকে প্রতিনিয়ত বিস্মিত করে। কখনো রাগী কিংবা কখনো চিনির মতো মিষ্টি স্বভাবে।

রণভীরের ভাষায়, ‘আমার কাছে সে আমার প্রেমিকা, সেরা বন্ধু এবং সেরা বউ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ