[english_date]

ক্যানে করে আফ্রিকায় মানুষের মাংস পাঠাচ্ছে চীন!

সম্প্রতি আফ্রিকা উপমহাদেশের জাম্বিয়াতে প্রচার চালানো হচ্ছে, চীন থেকে ক্যানে করে মানুষের মাংস পাঠানো হচ্ছে। তবে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করছে জাম্বিয়ায় চীনের রাষ্ট্রদূত। চীনের বদনাম করার উদ্দেশে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে জানান তিনি।

তার দাবি এই ধরনের অপপ্রচার একেবারেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববাজারে চীনের ভাবমূর্তি নষ্ট করার জন্যেই এই প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে।

সারা আফ্রিকা উপমহাদেশ জুড়ে খবর ছড়িয়ে দেয়া হয়েছে, চীনে মানুষের মৃতদেহগুলো ম্যারিনেট করে রাখা হচ্ছে। তারপর তা ক্যানের মধ্যে করে আফ্রিকার বিভিন্ন সুপারমার্কেটে বেচে দিচ্ছে চীন।

যে সূত্র থেকে এধরনের খবর ছড়িয়েছে, সেখানে যারা চীনে মাংসের কারখানায় কাজ করে, তাদের দাবি, চীনে এই মুহূর্তে মৃতদেহ সৎকারের জায়গা খুব কমে গেছে। এছাড়াও, চীন বিশ্বের আরো উন্নত ও গুরুত্বপূর্ণ দেশে অন্য মাংস রফতানি করার জন্যে সেগুলো সংগ্রহ করে রাখছে। এদিকে অর্থনৈতিকভাবে কম উন্নত আফ্রিকা উপমহাদেশে মানুষের মাংস ম্যারিনেট করে পাঠিয়ে দিচ্ছে চীন।

তবে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত ছবি ছড়িয়ে যাওয়ার পরই বেইজিং-এর পক্ষ থেকে দাবি করা হয়, এই খবরটি সম্পূর্ণ অসত্য। তাদের দাবি, এই সংক্রান্ত যে ছবি বাজারে ঘুরছে, তাও ২০১২ সালের, সাম্প্রতিক কোনো বাজারের নয়।

তবে এধরনের অপপ্রচার চালানোর জন্যে জাম্বিয়া প্রশাসনকে চীনের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তোলা হয়েছে বেইজিং-এর পক্ষ থেকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ