২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্যাটরিনার আপত্তি

প্রেম করছে অনেকদিন ধরে। সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকারও করে নিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও নিজেকে রনবীরের ‘গার্লফ্রেড’ বলতে আপত্তি ক্যাটের। সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্বিডল জানিয়েছেন, “ ‘রনবীরের গার্লফ্রেন্ড’ কথা তিনি যেমন নিজে বলতে পছন্দ করেন না। ঠিক তেমনি অন্য কেউ বললে তাঁর মাথা গরম হয়ে যায়”।

কিন্তু ‘গার্লফ্রেন্ড’ শব্দটিতে আপত্তি কোথায়? এই কথার কোন উত্তরই দেননি নায়িকা। তাহলে কি ধরে নিতে হবে নিজেকে রনবীরের ‘বেটার হাফ’ ভাবতে শুরু করেছেন ক্যাট। আর তাতেই এই আপত্তি। নাকি নিজের পরিচয়ে পরিচিতি পেতে বেশি ভালোবাসেন ক্যাটরিনা?

দেখা, বন্ধুত্ব আর তারপর প্রেম। বর্তমানে লিভিং করছেন তাঁরা। বলিঅন্দরের খবর, আগামী বছর নাকি গাঁটছড়াও বেঁধে ফেলবেন বলিউডের এই দুই লাভবার্ডস।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ