৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যাঙারুরা বাঁ হাতি!

অস্ট্রেলিয়ার বন্য ক্যাঙারুদের উপর এক গবেষনা চালিয়ে এক অদ্ভুত সিদ্ধান্তে এসে পৌঁছেছেন গবেষকরা। তাদের দাবি, অস্ট্রেলিয়ার ক্যাঙারুদের জীবনযাত্রা দেখে জানা গিয়েছে, মূলত বাঁ হাতকেই স্বাভাবিক জীবনযাত্রার জন্য ব্যবহার করে ক্যাঙারুরা। খাওয়াদাওয়া, সেলফ গ্রুমিং ও অন্যান্য দৈনন্দিন কাজের জন্য বাঁ হাতকেই বেছে নেয় ক্যাঙারুরা। অতএব, বিশ্বের অধিকাংশ মানুষ ডান হাতি হলেও ক্যাঙারুরা হল বাঁ হাতি।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির বায়োলজিস্ট ইয়েগর ম্যালাশিচেভ গত বৃহস্পতিবার বলেন, ক্যাঙারুদের অনেকগুলি ‘স্পিসিস’ পরীক্ষা করে দেখা গিয়েছে, দৈনন্দিন কাজকর্মের জন্য তারা বাঁ হাতকে ব্যবহার করে। রিসার্চটি চালতে সাহায্য করেছিল ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি। গবেষনাপত্রটি প্রকাশিত হয়েছে কারেন্ট বায়োলজি জার্নালে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ