ভারত সফরের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টেস্ট ও ওয়ানডে সিরিজ সামনে রেখে সিডনিতে স্পিন সহায়ক উইকেট তৈরি করেছে অজিরা। জানিয়েছেন দলটির হেডকোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। নতুন বলে অশ্বিন-জাদেজার ঘূর্ণি সামলাতে, আগামী দুই সপ্তাহ এসসিজির উইকেটে নিজেদের তৈরি করবেন স্মিথ-কামিন্সরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দলের লড়াই শুরু ফেব্রুয়ারিতে। ৪ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৯ ফেব্রুয়ারি এক নম্বরে থাকা অস্ট্রেলিয়া মুখোমুখি হবে দুইয়ে থাকা ভারতের। চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিতে এই সিরিজের গুরুত্ব দুই জায়ান্টের জন্যই অনেক।
তবে, কন্ডিশন বিবেচনায় ব্যাকফুটে অজিরা। ভারতে এখন পর্যন্ত ৫০ টেস্টে মাত্র ১৩টিতে জিততে পেরেছে অস্ট্রেলিয়া। সবশেষ সিরিজ জয় ১৯ বছর আগে। ভারতীয় স্পিনিং উইকেট যেন দুর্বোধ্য তাদের কাছে। অবশ্য এবার বেশ আটঘাট বেঁধে আসছে অজিরা। রোহিত-কোহলিদের বিপক্ষে খেলতে সিডনিতে বিশেষ উইকেট বানিয়ে প্রস্তুতি নিচ্ছে তারা।
হেডকোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা যেমনটা চেয়েছিলাম, কিউরেটর ও গ্রাউন্ড স্টাফরা তেমন উইকেটই বানিয়েছেন। অস্ট্রেলিয়ায় ভারতের মতো উইকেট তৈরি করা সম্ভব নয়। তবে এখানে অনেকটাই মিল রাখতে সক্ষম হয়েছে তারা। অনুরূপ কন্ডিশনেই যেহেতু প্রস্তুতি নিচ্ছি, আশা করি ব্যাঙ্গালুরুতে প্রথম টেস্টে ভালো কিছু করতে পারব।’
স্মিথ-লাবুশেনদের জন্য ভারতীয়দের স্পিননির্ভর স্কোয়াড সাজানোর সম্ভাবনাই বেশি। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি রবিচন্দ্রন অশ্বিন আছেন স্কোয়াডে। ২৫ উইকেট নিয়ে ভারতের মাটিতে ২০১৭ সালে দু’দলের সবশেষ সিরিজের সেরা রবীন্দ্র জাদেজাও ইনজুরি থেকে ফেরার অপেক্ষায়। সদ্যই রঞ্জি ট্রফিতে ৮ উইকেট শিকার করেছেন তিনি। আছেন আরেক বাঁহাতি অক্ষর প্যাটেলও। তাই বাঁহাতি নিয়েও মাথাব্যথা থাকছেই ম্যাকডোনাল্ড শিষ্যদের।
অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘একই রকম বোলার আমাদেরও আছে। অ্যাস্টন অ্যাগার আছে। সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টরি আছেন। প্রস্তুতিতে দারুণ ভূমিকা রাখছে তারা। উপমহাদেশের উইকেট নিয়ে আমরা গবেষণা করেছি। সেখানে নতুন বল সামলানো কঠিন। আমার ধারণা, স্পিনাররা দ্রুত বোলিংয়ে আসবে। তাই নতুন বলে স্পিন সামলানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে বেশিদিন আগের কথা নয়। এখন চলছে বিগব্যাশ। সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যস্ততা দীর্ঘ সময়ের। ভারত সফরের আগে টেস্ট ক্রিকেটের মেজাজ ধারণের চেষ্টায় অজিরা।