কোস্টারিকায় গবাদি পশুর একটি ট্রাকে ৫১ জন অভিবাসীকে পাওয়া গেছে বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা। বুধবার এই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে । খবর এএফপি’র।
ওই অভিবাসীরা বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইরাক, ইরিত্রা ও সোমালিয়ার নাগরিক। বাংলাদেশি নাগরিকের সংখ্যা ৯ জন। সন্দেহভাজন মানবপাচারকারীরা ওই ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।
পোস্টটি যতজন পড়েছেন : 149
























