সারাদিনে মুখের উপরে জমে নানারকমের ধূলোবালি ময়লা৷ সেই ধূলোবালি থেকে মুক্তি পাওয়ার জন্য রোজ ঘুমনোর আগে যে কোনও একটি ফেসওয়াস দিয়ে মুখ ধুতে হয়৷ প্রতিদিনের ত্বকের সুরক্ষার জন্য প্রয়েজনীয় নানা রকমের ফেসওয়াস পাওয়া যায় বাজারে৷ কিন্তু সব ফেসওয়াস সব ধরণের ত্বকের উপরে প্রয়োগ করা যায় না৷ তৈলাক্ত ত্বকের জন্য একরকমের ফেসওয়াস আবার রুক্ষ বা শুষ্ক ত্বকের জন্য অন্য ফেসওয়াস৷ কিন্তু শুধু মাত্র ফেসওয়াসের গায়ে লেথা তৈলাক্ত ত্বকের জন্য বা শুষ্ক ত্বকের জন্য সেটাই ফেসওয়াস নির্বাচনের জন্য সম্পূর্ণ নয়৷ আপনার ত্বকের ধরণ অনুযায়ী দেখে নিন আপনার ফেসওয়াসে কিছু জিনিস রয়েছে কিনা৷ এক্ষেত্রে আপনাকে জানতে হবে ঠিক কি কি উপাদান আপনার ত্বেকের ধরণের সঙ্গে প্রয়োজন আপনার ফেসওয়াসে৷
তৈলাক্ত ত্বকের মুখ
মুখে যদি তৈলাক্তভাব বেশি থাকে তাহলে দেখবেন আপনার ফেসওয়াস যেন একেবারে তেল মুক্ত হয়৷ এর মধ্যে কিছু ফেসওয়াসে থাকে ব্রণর সমস্যা দূর করার উপাদানও৷ তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এই ফেসওয়াস বেশ উপকারী৷ এতে থাকে স্যালিসিলিক অ্যাসিড৷
শুষ্ক ত্বকের মুখের ফেসওয়াসে কিছু উপাদান থাকা প্রয়োজন যা মখের ত্বককে আদ্র রাখতে সাহায্য করে৷ এর জন্য এই ফেসওয়াসে দরকার গ্লিসারিন এবং ভিটামিন ই৷
সেনসিটিভ ত্বকের মুখ
সেনসিটিভ ত্বকের মুখে ফেসওয়াস ব্যবহার করতে হলে খেয়াল রাখবেন আপনার ফেসওয়াসের উপাদানে যেন কোনও রকম অ্যালকোহল না থাকে৷ কারণ এই ধরণের ত্বকে খুব সহজেই অ্যালার্জি হওয়ার সম্ভবনা থাকে৷ তাই গন্ধ ও অ্যালকোহল মুক্ত ফেসওয়াস ব্যবহার করাই উচিত এই ধরণের ত্বকে৷