[english_date]

কোটি দর্শকের মন কেড়েছে হারশালি মালহোত্রা

‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে হৃদয়ছোঁয়া অভিনয় করে বিশ্বের কোটি কোটি দর্শকের মন কেড়েছে হারশালি মালহোত্রা। কথা বলতে অক্ষম শাহিদা (মুন্নি) চরিত্রে তার অভিব্যক্তি ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে আপাতত লেখাপড়ায় মন দিতে প্রচারের আলো থেকে সরে যাচ্ছে সে।

জানা গেছে, সামনে হারশালির পরীক্ষা। ফলে পড়াশোনায় মনোযোগী হতে হবে তাকে। ‘বজরঙ্গি ভাইজান’ ছবির পরিচালক কবির খান জানান, মা তার মেয়ের পড়াশোনার ব্যাপারে বরাবরই কঠোর। এ কারণে দৃশ্যধারণ চলাকালেও সাত বছর বয়সী মেয়েটি ছিলো বই হাতে মনোযোগী শিক্ষার্থী।

হারশালির মা মনে করছেন, ছবিটির কাজ করায় তার মেয়ের পড়ালেখার অনেক অসুবিধা হয়েছে। তবুও সালমান খানের কথা ভেবে অভিনয়ের অনুমতি দিয়েছিলেন তিনি। ‘বজরঙ্গি ভাইজান’ অভাবনীয় সাফল্য পেয়েছে, তার মেয়েরও খ্যাতি এসেছে। আর নয়, এবার কয়েক বছর হারশালিকে লোকচক্ষুর আড়ালেই রাখতে চান তিনি। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ