খেলা ছাড়ার পরে কোচ হতে চান আর্জেন্তিনা তথা বার্সেলোনার তারকা ডিফেন্ডার জাভিয়ার মাসচেরানো ৷বার্সেলোনার এই তারকা ফুটবলারটি মনে করেন একজন খেলোয়াড় হিসেবে যে কাজটা করা অনেক সহজ সেই কাজটা কোচ হিসেবে করা কঠিন ৷ তাই কোচ হয়ে সেই কঠিন কাজটা করতে চান মাসচেরানো ৷