১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কে নিবে আজ সাকিবের ভূমিকা ?

আর্থনিউজ২৪: বাংলাদেশ চাইছে আজই সিরিজের ভাগ্য নিশ্চিত করতে। আর জিম্বাবুয়ে চাইছে সমতা এনে লড়াইয়ে ফিরতে।সিরিজ জেতা আর সমতা লড়াইয়ে কার  জিত হয় আজ। এর আগে ১৫টি দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছিল এ দুদল। এর মধ্যে বাংলাদেশের মাটিতে এটি জিম্বাবুয়ের অষ্টম সিরিজ।

আজ জিতলেই দেশের মাটিতে এ দলের বিপক্ষে নিশ্চিত হবে বাংলাদেশের সপ্তম সিরিজ জয়। তবে এ জয় যে খুব সহজ হবে না তা খুব ভালোভাবেই জানেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। তিনি বলেন, ‘এমন নয় যে, মাঠে নামলাম আর জিতে এলাম। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে মাঠে। বিশেষ করে আমাদের প্রক্রিয়াগুলো ঠিক রাখতে হবে এবং প্রথম ম্যাচের মতোই সিরিয়াস খেলতে হবে।

তাহলেই জয় সম্ভব।’ অন্যদিকে জিম্বাবুয়ে দলও আজ সিরিজে সমতা আনতে মরিয়া। অধিনায়ক এল্টন চিগুম্বুরাও আশাবাদী আজ তারা সেরাটি খেলেই সিরিজে সমতা আনবেন। এ পর্যন্ত বাংলাদেশ দল ৬২টি দ্বিপক্ষীয় সিরিজ খেলে জয় পেয়েছে ১৯টিতে। এবার দলের জন্য ২০তম সিরিজ জয়ের হাতছানি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় গড়াবে সিরিজের দ্বিতীয় এ ম্যাচটি। প্রথম ম্যাচে বাংলাদেশ ১৪৫ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিল।

এরই মধ্যে প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন। বিশ্বসেরা এই অলরাউন্ডারের জায়গা পূরণ খুব একটা সহজ হবে না বলেই মনে করেন ক্রিকেটবোদ্ধারা। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান এনামুল হক বিজয়। ২০১৫ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর তিনি জাতীয় দলে ডাক পেলেন।

তবে তামিম ইকবালের সঙ্গে তাকে আজ ওপেন করতে নাও দেখা যেতে পারে। তবে প্রথম ম্যাচে ওপেনিংয়ে লিটন দাস থাকলেও আজ হয়তো ইমরুল কায়েসকেই দেখা যেতে পারে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দলের প্রধান অস্ত্র ছিল স্পিন। সাকিব আল হাসান ৫টি উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ধস নামান। কিন্তু আজ তিনি দলে না থাকায় তার অভাবটা পূরণ করতে দলে দেখা যেতে পারে জুবায়ের হোসেন লিখনকে।

জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে এসে লিটন দাস দলীয় শূন্য রানে আউট হন। আর সে কারণেই লিটনকে ওপেন করতে পাঠানোর সিদ্ধান্তের জন্য প্রশ্নের সম্মুখীন হতে হয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। তবে অধিনায়ক ভরসা রাখতে চান লিটন কুমার দাসের ওপরই।

তিনি বলেন, ‘অবশ্যই ইমরুল খুব ভালো এবং বেশ কষ্ট করেই দলে এসেছে। লিটনও খুব কষ্টে করে দলে এসেছে। তাই লিটনও দাবি করে ওপেনিংয়ে খেলার।’ সাকিব না থাকলেও দলের অন্যতম ভরসা মুশফিকুর রহীম আছেন ব্যাট হাতে। কিন্তু দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে আজ তামিম ইকবালকে ব্যাট হাতে ভূমিকা রাখতে হবে। এ ছাড়া দলের তরুণ সদস্য নাসির হোসেনকেও দলের জন্য ভূমিকা পালন করতে হবে।

ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে ত্রাস সৃষ্টি করা পেসার তরুণ মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে ছিলেন উইকেটশূন্য। তাকে দিয়ে বল করানো হয়েছে মাত্র ৬ ওভার, রান দিয়েছেন ২৭টি। পেস আক্রমণে মাশরাফির সঙ্গে আল-আমিন হোসেনও থাকবেন আজ। আল-আমিন ৫ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। সাকিব না থাকায় আজ স্পেশালিস্ট স্পিনার আরাফাত সানি ছাড়াও ভরসা করতে হবে দুই পার্টটাইম স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসির হোসেনের ওপর। তবে শেষ পর্যন্ত উইকেটে ও নিজেদের মূলশক্তি বিবেচনা করলে জুবায়েরকেও খেলানো হতে পারে। সিরিজে সমতা আনতে মরিয়া জিম্বাবুয়ে দলে একটি পরিবর্তন নিশ্চিত। গোঁড়ালিতে চোট পাওয়া উইকেটকিপার মুতাম্বির পরিবর্তে খেলবেন র‌্যাগিস চাকাভা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ