[english_date]

কোপার সুন্দরীদের উপাখ্যান

এবারের মতো কোপা আমেরিকা শেষ৷কিন্তু তার রেশ এখনও রয়ে গিয়েছে ফুটবলপ্রেমীদের মনে৷বিশেষত যারা মাঠ ও গ্যালারির অ্যাকশন দেখতে পছন্দ করেন৷স্যান্টিয়াগোয় আর্জেন্তিনাকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে চিলি তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনও শিরোপা জিতে নজির সৃষ্টি করল৷কিন্তু খেলার বাইরেও থেকে যায় আরেক খেলা৷সমর্থকদের চিৎকার ও গ্যালারিতে স্বল্ববসনাদের প্রিয় দলের জন্য সমর্থন৷কারণ গ্যালারিতে হট প্যান্ট আর টাইট টি-শার্ট পরা লাস্যময়ীরা না- থাকলে টুর্নামেন্টই যে ম্যাড়মেড়ে হয়ে যায়৷যে কোনও মেগা টুর্নামেন্টের গ্ল্যাম ফ্যাক্টরকে তো আর অস্বীকার করা যায় না৷ লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইও তার ব্যতিক্রম নয়৷৷দেখে নিন৷কোপাকে আরও একবার স্মরণীয় করে রাখুন৷ রাত জেগে তো অনেক খেলা দেখলেন৷এবার সুপার হট ফ্যানেদের দেখার পালা৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ