জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনার সময় কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও প্লট নিয়ে বাণিজ্য চলত। দুঃখের বিষয়, এখনো কেরানীগঞ্জে সেই চাঁদাবাজি ও প্লটবাণিজ্য চলছে। কেরানীগঞ্জে চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজদের হাত পরিবর্তন হয়েছে। আপনারা সবাই একত্রিত হয়ে চাঁদাবাজদের হাতগুলো ভেঙে দেবেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। ঢাকার দোহারে একটি সভায় যোগ দেওয়ার পথে কেরানীগঞ্জে পথসভায় বক্তব্য দেন সারজিস আলম।
এ সময় বুড়িগঙ্গা নদীর খালগুলো সম্পর্কে তিনি বলেন, ‘কেরানীগঞ্জে আসার পথে দেখলাম খালগুলো ডাস্টবিনের মতো, না হয় নর্দমার মতো পরিণত হয়েছে। খালগুলো যদি সুন্দরভাবে খনন করা যেত, তাহলে হয়তো কেরানীগঞ্জ একটি পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠতে পারত। খাল খনন ও কেরানীগঞ্জের উন্নয়নে বাজেট এসেছে। কিন্তু ভ- পীর ও তাদের মনিবেরা বাজেটের টাকা দেশের বাইরে পাচার করেছে। এখন সেই ভ- পীরেরা অপকর্মের দায়ে জেলখানায় রয়েছে। সেখানে থেকে তারা আবারও সবাইকে প্রস্তুত থাকতে বলছে। এসব ভ- পীর, যাদের নিজেদের অস্তিত্ব নেই, যারা নিজেরাও জানে না বাংলার মানুষের কত বড় ঘৃণার জায়গায় তারা রয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী হাসিবুল ইসলাম, রাসেল আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জ প্রতিনিধি আল-আমিন, মিনহাজ হোসেন, জাবেদ হোসেন ও সায়মন চৌধুরী।
























