
কেবল চিহ্নিত যুদ্ধাপরাধীই নয় যারা বাংলাদেশে পাকিস্তানের চর হিসেবে কাজ করছে তাদের ও বিচারের আওতায় আনতে হবে। আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচারের আহ্বায়ক শাজাহান খান এ দাবি জানান।
যুদ্ধাপরাধী ১৯৫ সাবেক সেনা কর্মকর্তার বিচারে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি পাকিস্তানের কাছে থেকে সব পাওনা আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে ন তিনি
পাশাপাশি যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াত শিবির ও তাদের মদদ দেয়া সমস্ত আর্থিক প্রতিষ্ঠানকে নিষিদ্ধেরও দাবি জানান তিনি। সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
পোস্টটি যতজন পড়েছেন : ৮৫