আজ ২১শে ফ্রেব্রুয়ারী রবিবার চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব এর উদ্যেগে কেন্দ্রিয় শহিদ মিনারে শহিদদের স্মরনে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর একটি অভিজাত রেষ্ঠুরেন্ট-এ “ চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব ‘কেন ও কেমন প্রেস ক্লাব চাই’ শীর্ষক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। এই সভায় সংগঠনের আহবায়ক ও বাংলাপোষ্টবিডির সম্পাদক এম, আলী হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন ন্যাশনাল নিউজ ২৪বিডি ডট কম সম্পাদক কাজী হুমায়ুন কবির ।
সভায় বক্তারা বলেন, আমরা বর্তমান বিশ্বের প্রযুক্তির যুগে যুগোপযোগী একটি অনলাইন প্রেস ক্লাব চাই। যে প্রেস ক্লাব আমাদের রুটি, রুজি ও পেশাগত সঠিক দিক নির্দেশনা দিবে। সুখে- দুখে আমাদের পাশে থাকবে। আমরা চাই যোগ্য নেতৃত্ব। যেই নেতৃত্বে আমরা সংঘবদ্ধ হয়ে নিজেদের কর্মপরিধিকে প্রসারিত করতে পারব।
সভাপতি তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব হচ্ছে সময়োপযোগী প্রেস ক্লাব। সঠিক নেতৃত্বের মাধ্যমে যোগ্য কলম সৈনিক গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বর্তমান তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় আমাদের সেবার মান বেড়ে গেছে। ঠিক একইভাবে তথ্য প্রবাহেও আসছে গতিশীলতা। আজ মানুষ মুহুর্তের খবর মুহুর্তে জানতে চায়। সেই লক্ষ্যে আমাদের সবার নিউজ পোর্টাল গুলো গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে। সেই ভুমিকায় আমরা আর আলাদা কেউ নই। আমরা সবাই একটি প্লাটফর্মে কাজ করছি। তাই অনলাইন নিউজ পোর্টালের সকল সম্পাদক ও সাংবাদিকদের নিয়ে প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার স্যারের পরামর্শ নিয়ে গঠিত হলো এই প্রেস ক্লাব। আপনাদের সকলের মতামতের ভিত্তিতেই এই অনলাইন প্রেসক্লাবের একটি পূর্নাঙ্গ কমিটি গঠিত হবে। যাতে আপনারা আপনাদের অধিকার আদায়ে সংগঠনের মাধ্যমে সোচ্চার হতে পারেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য সচিব সামশেদ সাত্তার, ইমতিয়াজ উদ্দিন, সায়িম সাত্তার, যুগ্ম আহবায়ক নিউজ ৭১ অনলাইন ডট কমের সম্পাদক ইসলাম রবি, শাহ আলম রুবেল, মোঃ পারভেজ, আবদুল করিম, কর্নফুলী নিউজ ডট কমের সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। অনলাইন বার্তা ডট কমের সম্পাদক মির মেছবাহ আহম্মদ, মোহাম্মদ , মুক্তখবর ২৪ডট কমের সম্পাদক হারুন উর রশিদ, নাছির উদ্দিন, মোস্তফা রাসেল, মোঃ মোস্তফা, মনিরুল ইসলাম, আর্থ নিউজ ২৪এর সম্পাদক ফরহাদ আমিন মোহাম্মদ ফয়সল, ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ সহিদুল ইসলাম, এস,এন এন ২৪. কমের সম্পাদক এন, এ খোকন, সাজ্জাদ হোসেন সাহেদ, স,ন,ম মনিরুল ইসলাম, নিউজ ৭১বিডি ডট কমের সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন চৌধুরী, এসটিভি ২৪নিউজ বিডি ডট কমের সম্পাদক শহিদুল ইসলাম, আবুল বাসার, বাংলা পোষ্ট বিডি ডট কমের শারমিন মুন মুন সুমি, এস, এম শফি, শেখ মোহাম্মদ সাইফুল হক, ন্যাশনাল নিউজ ২৪বিডি ডট কমের চীফ স্টাফ রিপোর্টার রাশেদুল আজীজ, সিনিয়র ষ্টাফ রিপোর্টার বাবুল মিয়া বাবলা, সমন্বয়নিউজ২৪ ডট কমের এ , জে , এম সামশুল করিম লাভলু, সিটিজি নিউজ টুডে ডট কমের নির্বাহী সম্পাদক মুজিবুল্লাহ তুষার, মোঃ ইমাম উদ্দিন, বিউটি আক্তার, মোঃ শহিদুল ইসলাম, রকিবুল হক সায়েম, বিডি র্জানাল ৩৬৫ ডট কমের সৈয়দ ফিরোজ কবির, মফিজ সিকদার, খবরিকা ২৪ ডট কমের আকাশ ইকবাল, ইমাম হোসেন, গিরি দর্পনের মাহমুদুল হক আনসারী, রাউজান অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জোবাইর প্রমূখ।