
[ad id=”28167″]আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চূড়ান্ত করছে বিএনপি। তৃণমূল নেতাকর্মী, সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতিতে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সরগরম হয়ে উঠেছে। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে লবিং করতে নয়াপল্টনে ভিড় করছেন। গতকাল বুধবার সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গিয়ে দেখা যায়, শত শত নেতাকর্মী কার্যালয়ের বাইরের প্রধান সড়কে ভিড় করেছেন। কার্যালয়ের তিন তলায় মহাসচিব ও দফতরের কক্ষে তিল ধারণের ঠাঁই নেই। রাজশাহীর বাঘা থানা থেকে মজিবর রহমান জুয়েল খুব ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন। হাতে একটি ফাইল নিয়ে দীর্ঘক্ষণ দফতরের দায়িত্বে নিয়োজিত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের কক্ষের সামনে বসে অপেক্ষা করছেন। হাতে থাকা ফাইলে কি আছে জানতে চাইলে জুয়েল বলেন, বিগত সময়ে সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে তার নামে যত মামলা হয়েছে তার কাগজপত্র ফাইলে করে নিয়ে এসেছেন। তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাঘা থানার ৫নং মনিরামপুর ইউনিয়ন থেকে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হয়ে লড়তে চান। তার বাবা ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। দলীয় সমর্থন পেতেই তিনি নয়াপল্টনে এসেছেন।
জুয়েলের সঙ্গে থানা পর্যায়ের কেউ ছিলেন না। তিনি একাই এসেছেন। অপেক্ষার পালা শেষে জুয়েল রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন। মিনিট পাঁচেক ভেতরে রিজভী আহমেদের সাক্ষাৎ শেষে বেরিয়ে তিনি মানবকণ্ঠের প্রতিবেদককে জানান, নিজের নির্বাচন করার ইচ্ছার কথা তিনি রিজভী আহমেদকে জানিয়েছেন। তার ফাইলটিও দিয়ে এসেছেন। তার আশা দল তাকে মনোনয়ন দেবে।
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর তালিকা নিয়ে নয়াপল্টনে এসেছেন স্থানীয় এক নেতা। তিনি জানান, জেলা-উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের মতামতের ভিত্তিতে উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই তালিকা কেন্দ্রে জমা দিয়েছেন। চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়ার জন্য। পাঁচটি ইউনিয়নে তৃণমূল থেকে যাদের মনোনীত করা হয়েছে তারা হলেন নুরুল ইসলাম খান (১নং সয়না রঘুনাথপুর), আবদুল আলীম (১নং আমড়াজুড়ি), মো. বদরুদ্দোজা মিয়া (৩নং কাউখালী সদর), রেজাউল করিম নিরব (৪নং চিরপাড়া পারসাতুরিয়া) ও মুহাম্মদ মহসীন (৫নং শিয়ালকাঠী) ইউনিয়ন পরিষদ।
একইভাবে বিভিন্ন জেলা ও উপজেলা থেকেই অনুরূপ তালিকা কেন্দ্রে নিয়ে আসছেন স্থানীয় নেতারা। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন কর্মকাণ্ড দেখভাল করার জন্য রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি টিম কাজ করছে। ওই টিমের সদস্যরা প্রাথমিক তালিকা চূড়ান্ত করছেন। রুহুল কবির রিজভী আহমেদ জানান, সকাল ৮টায় তিনি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন। এরপর থেকেই সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সকাল ১০টায় আসার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। রিজভী আহমেদ জানান, কাউন্সিল প্রস্তুতির সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জোর প্রস্তুতি চলছে। তিনি বলেন, পৌরসভা নির্বাচনের ক্ষমতাসীনদের কারচুপির পরও বিএনপি গণতন্ত্রের স্বার্থে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে। তিনি বলেন, অতীত অভিজ্ঞতায় এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। ইউনিয়ন পরিষদ নির্বাচনেও কারচুপির আশঙ্কা রয়েছে। তবে পৌরসভার মতো ইউনিয়ন পরিষদে জনগণের রায় ছিনতাইয়ের চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
আগামী ২২ মার্চ প্রথমধাপে দেশের ৭৫২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে ছয়ধাপে সব ক’টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি পৌরসভার মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে দলের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়ার ক্ষমতা ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে অর্পণ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমধাপের ৭৫২টি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নের চূড়ান্ত চিঠি দেবেন।