ঈদের আনন্দ সবার হলেও ছোটদের যেন একটু বেশি। আর সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে নিজের পছন্দের পোশাকটি চাই-ই চাই। ছোটদের বাহারি মনকে রাঙিয়ে দিতে দোকানিরাও রঙ-বেরঙের পোশাকে সাজিয়েছে দোকান। লাল, হলুদ, নীল আরও কত কি ঝলমলে রঙের পোশাক। বাহারি রঙ আর ডিজাইনের সবচেয়ে সুন্দর পোশাকটি কিনতে তাই ছোট শিশুরা বাবা-মায়ের সাথে ছুটছেন শপিং মলগুলোতে।
ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। আর এই ঈদ আনন্দের ষোল আনাই যেন শিশুদের। ঈদের নতুন পোশাকটিকে ঘিরে ছোট শিশুদের ভাবনার অন্ত নেই। তাইতো মা-বাবার হাত ধরে তারা রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে কিনে নিচ্ছেন পছন্দের পোশাকটি। পোশাকের নামেও রয়েছে রকমারি। ফ্লোর টাচ, কিরণমালা, কন্যাকুমারী, আনারকলি, জিপসিসহ আরও কত কি নাম। আর ছেলেদের জন্য এবার এসেছে অগি, মটু-পটলুসহ বাহারি সব পোশাক।
ঝলমলে এসব পোশাকের নামের চেয়ে রঙের প্রতিই শিশুদের আকর্ষণ সবচেয়ে বেশি। গরম আর বৃষ্টির কথা মাথায় রেখে জমকালো এসব পোশাকের পাশাপাশি রয়েছে সুতির পাঞ্জাবি, ফতুয়া আর সালোয়ার কামিজও। এসব দোকানে সদ্য জন্ম নেয়া শিশু থেকে ১৬ বছর বয়সের শিশুর জন্য বিভিন্ন ধরণের পোশাক পাওয়া যাচ্ছে।