১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কেঁপে উঠল মেক্সিকো

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। উত্তর-পশ্চিম মেক্সিকোতে কম্পন অনুভূত হল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৬। বাজা ক্যালিফোর্নিয়া ও সিনালোয়া নামে দুটি পর্যটন কেন্দ্রে যথেষ্ট প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, রবিবার স্থানীয় সময় ভোর ৩ টে ১৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। সিনালোয়া শহর থেকে মাত্র ৫৯ কিলোমিটার দূরে অবস্থিত এই উৎসস্থল। এছাড়া কম্পনের পর আফটার শকের মাত্রা ছিল ৫.২, ৪.৯ ও ৫.৩। মূল কম্পনের ৩৫ মিনিটের মধ্যেই পরপর তিনবার কেঁপে ওঠে মেক্সিকো। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। পর্যটনকেন্দ্রে কম্পন হওয়ায় পর্যটকদের আহত ওয়ার আশঙ্কা করা হচ্ছে। আতঙ্কে বেরিয়ে পড়েন মানুষজন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ