তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রবিবার ভারতীয় সময় সকাল ১১টা ১২ মিনিট নাগাদ প্রথম কেঁপে ওঠে নিউজিল্যান্ডের ওয়েইওরৌ শহর। মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা সূত্রে খবর, ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৩। উৎসস্থল ওয়েইওরৌ শহর থেকে ২৫ কিলোমিটার দূরে। গভীরতা মাত্র ১২০ কিলোমিটার। গভীরতা কম হওয়ায় ওয়েইওরৌ শহরের সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটি শহর কেঁপে উঠেছে। মনে করা হচ্ছে অস্ট্রেলিয়া পাতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষেই এই তীব্র ভূমিকম্প হয়েছে।
নিউজিল্যান্ডের স্থানীয় সংবাদসংস্থা সূত্রে খবর, ওয়েইওরৌ শহর ছাড়া কেঁপে উঠেছে নর্থ আইল্যান্ডের টারাডালে এবং হ্যাসটিংস শহর। তবে ভূমিকম্পের উৎসস্থল থেকে রাজধানী ওয়েলিংটন ২৩০ কিলোমটার দূরে হওয়ায় সেভাবে ভূমিকম্পের প্রভাব পড়েনি। এখনও কোনও হতাহতের খবর প্রকাশ্যে আসেনি।
পোস্টটি যতজন পড়েছেন : ২১৮