এখনও বলিউডে হাতেখড়ি হয়নি। কিন্তু, তাই বলে সাহসীকতায় মোটেই পিছপা নন জ্যাকি-কন্যা। সোশাল মিডিয়ায় ফের নিজের টপলেস ছবি পোস্ট করে লাইমলাইট কাড়লেন কৃষ্ণা শ্রফ। ইনস্টাগ্রামে পোস্ট করা এই ছবিতে দেখা গেছে, খোলামেলা অবস্থাতেই দেখা গেছে টাইগার শ্রফের বোনকে।
মাস দেড়েক আগেই সোশাল মিডিয়ায় খোলামেলা কয়েকটি ছবি দিয়েছিলেন কৃষ্ণা। তবে, সেবার মেয়েকে বাঁচাতে ময়দানে নেমেছিলেন “হিরো”-র অভিনেতা। তিনি বলেছিলেন, “কৃষ্ণার ওই ছবিটি টপলেস নয়। টপলেস মানে সম্পূর্ণ নগ্ন। কিন্তু, কৃষ্ণা ওই ফোটোগুলিতে পোশাক পরেছিলেন। ছবিগুলি কোনওভাবেই নগ্ন নয়। কৃষ্ণার নামে মিথ্যা রটানো হচ্ছে।” তবে, এবার এখনও কৃষ্ণার নতুন ছবি নিয়ে এখনও কেউ মুখ খোলেননি।[review]
পোস্টটি যতজন পড়েছেন : ৮৫