২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘বিদেশিদের নিরাপত্তায় নেয়া পদক্ষেপে সন্তুষ্ট কূটনীতিকরা’

দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ শেষে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সাংবাদিকদের বলেছেন, ‘দেশের সব বিদেশি নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে। এ পর্যন্ত গৃহীত পদক্ষেপে কূটনীতিকরা সন্তুষ্ট।’ তিনি আরো বলেন, ‘সরকার তাদের আশ্বস্ত করেছে, দুই বিদেশি হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার ও তদন্ত হবে। এ ব্যাপারে যা যা করণীয় সব করা হবে।’
মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে ব্রিফ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বিকেল তিনটায় শুরু হওয়া ব্রিফিং চলে বিকেল চারটা পর্যন্ত।
ব্রিফিংয়ে যাওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছিলেন, দেশে অবস্থানরত প্রায় দুই লাখ ২৪ হাজার বিদেশি নাগরিকের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে তাদের বাসস্থান ও কর্মস্থল চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।

মন্ত্রী জানান, ঢাকার গুলশানে কূটনীতিক এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে। তিনি বলেন, ‘তাদের যাতায়াতের পথ, বিনোদনের স্থান ও সামাজিক যোগাযোগের অবস্থানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আমরা নিচ্ছি।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ