কুষ্টিয়ার দৌলতপুরে খাঁনপাড়ায় এক বিধবা গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাতে দৌলতপুর থানার দক্ষিণ পাশে খাঁনপাড়া এলাকার মৃত সৈয়দ হাসানুর রহমান খোকার স্ত্রী ও দুই কন্যার জননী সৈয়দা কনা খাতুন (৪৫) নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে ৫-৭ জন দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে মুখের বিভিন্ন অংশে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 133
























