[english_date]

কুষ্টিয়ায় বিধবাকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে খাঁনপাড়ায় এক বিধবা গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাতে দৌলতপুর থানার দক্ষিণ পাশে খাঁনপাড়া এলাকার মৃত সৈয়দ হাসানুর রহমান খোকার স্ত্রী ও দুই কন্যার জননী সৈয়দা কনা খাতুন (৪৫) নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে ৫-৭ জন দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে মুখের বিভিন্ন অংশে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

 

দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ