১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুরআন প্রতিযোগিতায় দেশের জন্য সম্মান বয়ে আনলো হাফেজ হেলাল

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের হাফেজ হেলাল উদ্দিন। সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে গত বৃহস্পতিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৮০টি দেশের নবীন হাফেজরা এতে অংশ নেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সৌদি আরবের প্রতিযোগী। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আফ্রিকার প্রতিযোগী।

বিজয়ীদের হাতে চেক, সনদ ও ক্রেস্ট তুলে দেন মক্কার আমির খালেদ আল-ফয়সাল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের পবিত্র হারাম শরীফের ইমাম আবদুর রহমান আল-সুদাইস।
হেলাল উদ্দিন যাত্রাবাড়ীর উত্তর দনিয়ার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র । মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার গোবরদি বয়রাগাদী (নুরপুর) গ্রামের হাফেজ মাওলানা মো. মঈনুদ্দীন ও মারুফা হোসাইনের ছেলে তিনি।

অত্যন্ত জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগী,  প্রতিনিধিরা ছাড়াও অনেক সৌদি নাগরিক ও প্রবাসী উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ