১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার মালিক ও চালক নিহত

কুমিল্লা য়সড়ক দুর্ঘটনায় অটোরিকশার মালিক ও চালক নিহত। গতকাল শনিবার রাত ১০টায় কুমিল্লা নগরীর অদূরে নোয়াপাড়া পাসপোর্ট কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত অটোরিকশা মালিকের নাম শাহজাহান ও চালকের নাম মনির। উভয়ই কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।  

কুমিল্লা সদর থানার পরিদর্শক (তদন্ত) শামসুজ্জামান জানিয়েছেন, সিএনজি চালিত অটোরিকশাটি কুমিল্লা থেকে  আলেখারচর এলাকায় যাচ্ছিল। পরে বিপরীত থেকে আসা বাসের ধাক্কায় শাহজাহান ও মনির ঘটনাস্থলেই মারা যায়। উভয়ের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ