কুমিল্লার মনোহরগঞ্জে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে লাশটি উদ্ধার করা হয়। শিশুটি নিখোঁজ ছিল। নিহত শিশুর নাম রিয়াদ (১০)। তার বাবার নাম খোকন মিয়া। রবিবার থেকে সে নিখোঁজ ছিল।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র জানান, সকালে উপজেলার পুরাতন হাসপাতালের সামনের নালায় একটি বস্তা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে রিয়াদের লাশ উদ্ধার করে। তবে কিভাবে রিয়াদকে হত্যা করা হয়েছে সেটি তাত্ক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।