[english_date]

কুমিল্লায় গুলি করে ব্যবসায়ীকে হত্যা

কুমিল্লায় গুলিতে রকিবুল ইসলাম মুকুল নামের (৫০) এক ডেকোরেটর ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় গুলিতে রিফাত, রিপন, সাইফুল ও ইফরান নামের আরও ৪ ব্যক্তি আহত হয়েছেন। নিহত মুকুল ওই গ্রামের মৃত একেএম ইউনুছ মিয়ার ছেলে এবং ওই এলাকার প্রিয়া ডেকোরেটরের স্বত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজরের নামাজ শেষে মুকুল বাড়ি যাওয়ার পথে একই গ্রামের গফুর মেম্বারের ছেলে আরিফের নেতৃত্বে ৭-৮জন ব্যক্তি তার পথরোধ করে। এক পর্যায়ে আরিফ ও তার সঙ্গীয় লোকজন গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে মুকুল ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় গুলিতে আহত হন একই গ্রামের রিফাত, রিপন, সাইফুল ও ইফরান। আহতদের আশংকাজনক অবস্থায় কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আরিফের লোকজনের সঙ্গে নিহত মুকুলের লোকজনের পুনরায় সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সকাল ৮টায় ঘটনাস্থল থেকে ফোনে কোতয়ালী মডেল থানার এসআই মজনু জানান, ‘গুলিতে মুকুল নামের এক ব্যক্তি নিহত ও আরও ৩-৪ জন আহত হয়েছে।তবে কী কারণে এ খুনের ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ